জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৩, ০৬:৫৪ পিএম
নিজ ঘরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সানিয়া (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক এস আই রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুরের কাউনিয়া উপজেলায়বালাপাড়া ইউনিয়নের গুপিডাংগা এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত সানিয়া গুপিডাংগা গ্রামের রিপন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সানিয়া বেগম নিজের ঘরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির অন্য লোকজন বিষয়টি জানার পরপরই তাকে উদ্ধার করে মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
প্রতিনিধি/এসএস