images

সারাদেশ

চৌদ্দগ্রামে যত উন্নয়ন সব আওয়ামী লীগের আমলে: মুজিবুল হক

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, কুমিল্লার চৌদ্দগ্রামে যত উন্নয়ন সব আওয়ামী লীগের আমলে হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামে শেখ রাসেল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

 

আরও পড়ুন

আ.লীগের সম্পাদকমণ্ডলী বসছে মহানগর, জেলা ও সহযোগীদের সঙ্গে

মুজিবুল হক বলেন, চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, কিন্তু তারা চৌদ্দগ্রামে কোনো উন্নয়ন করেনি। যত উন্নয়ন সব আওয়ামী লীগের আমলে হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায়ে রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।

এসময় বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই প্রস্তুতি নিন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে খেলা হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে। বাংলার মাটিতে বিএনপি-জামায়াতকে কোনো রকম আস্ফালন করতে দেওয়া হবে না।

কারই/এমএইচএম