জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ এএম
ফেনীতে খোলা বাজারে বিক্রির সময় অভিযান চালিয়ে ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল ও ৮৩ বোতল তেল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দাগনভূঞার রাজাপুর বাজারে এই ঘটনা ঘটেছে। অভিযানের টের পেয়ে দোকানের মালিক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল বাঙ্গালী পালিয়ে যান।
আরও পড়ুন: ফেনীতে বিনামূল্যে হার্ট ক্যাম্পে সেবা নিচ্ছে রোগীরা
দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন জানান, অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় রাজাপুর বাজারে অভিযান পরিচালনা করি। সেখানে গিয়ে দেখতে পাই, স্থানীয় নজরুল বাঙ্গালী ট্রেডার্সে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি হচ্ছে। তাৎক্ষণিক টিসিবির ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল ও ৮৩ বোতল তেল জব্দ করে স্থানীয় সরকারি গুদামে রাখার ব্যবস্থা করি। অভিযানের টের পেয়ে টিসিবির ডিলার নজরুল ইসলাম পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, নজরুলের বিরুদ্ধে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি ও তার দোকান থেকে টিসিবির পণ্য উদ্ধারের ঘটনা শুনেছি। এ ঘটনায় নজরুল দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এইউ