images

সারাদেশ

ফেনীতে বিনামূল্যে হার্ট ক্যাম্পে সেবা নিচ্ছে রোগীরা

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ এএম

‘ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ননিন’ প্রতিপাদ্যে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনিস্টিউটের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফেনী রাজাঝির দিঘীর পাড়স্থ ফাউন্ডেশনের প্রাঙ্গনে আলোচনা সভা, কেক কাটার আয়োজন ও ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের সহ-সভাপতি এ এস এম নুরুদ্দিন বাবুল, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন ছুট্টু, কোষাধ্যক্ষ এস এম হাসান জুয়েল, সদস্য ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, আবুল কাশেম ও আক্তার হোসেন চৌধুরী। এসময় ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য, চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

thumbnail_20230929_091517

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার জানান, সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছর আমরা বড় পরিসরে দিবসটি পালন করে থাকি। এবার আমরা হার্ট ক্যাম্পে ২ শতাধিক রোগীর রেজিষ্ট্রেশন নিয়েছি। সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস