images

সারাদেশ

পিরোজপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ শ্লোগান নিয়ে পিরোজপুরে দুর্নীতি দমন কমিশনের গনশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশনের অয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গনশুনানি অনুষ্ঠিত হয়।

এতে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন, মহাপরিচালক( প্রতিরোধ) মো. আক্তার হোসেন, বরিশাল বিভাগীয় পরিচালক আব্দুল গাফফার, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর  রহমান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, দুদক জেলা কার্যালয়ের উপ পরিচালক, শেখ গোলাম মাওলা, দুপ্রক পিরোজপুরের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে  দুদক এর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ উপস্থাপনা করেন। 

দিনব্যাপী গণশুনানিতে ঘুষ, ক্ষমতার অপ-ব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের বিষয়ে  সেবা গ্রহনকারি বিভিন্ন ব্যক্তি, সরকারি, আধা সরকারি অফিসের অনিয়ম, ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। অভিযুক্ত অফিসের কর্মকর্তাগন আনিত অভিযোগের জবাব দেন। দুদকের কমিশনার দু’পক্ষের বক্তব্য শুনে নির্দিষ্ট সময়ের মধ্যে আনিত অভিযোগ সমাধান করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে ৪৪টি  অভিযোগের  শুনানি হয়। এরমধ্যে কিছু অভিযোগ তাতক্ষনিক সমাধান করা ও কিছু অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে