জেলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
পটুয়াখালীর দুমকিতে ৪০০ পিস ফেনসিডিল এবং ফেনসিডিল বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ মহসিন শেখ (৩৮) ও আলেয়া বেগম (৫৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার দুমকি সাতানী এলাকা থেকে ওই দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। ধৃত আসামিদ্বয়কে রাতেই দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ৪ জনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার প্রায় ভোর রাতে উপজেলার দুমকি সাতানী এলাকায় অভিযান চালিয়ে আ: মান্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও কোটালী পাড়া থানার উত্তর হিরণ গ্রামের আ: আজিজ শেখের ছেলে মহসিন শেখ (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় অপর দুই সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের আস্তানা তল্লাশি করে ৪০০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। ওই রাতেই ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত ফেনসিডিল ও নগদ টাকাসহ দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান সত্যতা নিশ্চিত করে জানান, ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই এবং নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদ্বয়কে কোর্টে সোপর্দ করা হবে।