জেলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শাহজাহান আলী (৬০) নামে ভ্যান চালকের।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জে এস মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শাহজাহান আলী কুষ্টিয়া মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের বিশ্বাস পাড়ার মৃত আওলাদ আলীর ছেলে।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন কুমার মন্ডল জানান, শাহজাহান আলী তার ভ্যান যোগে আলমডাঙ্গা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরেছিলেন। পথিমধ্যে জেএস মাধ্যমিক বিদ্যালয়ের কাছে বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে