images

সারাদেশ

বিদ্যালয় সমাজকর্ম বিষয়ক পাইলটিং উদ্যোগের আওতায় কাউন্সেলিং

কান্ট্রি ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ পিএম

২০২২-২০২৩ অর্থবছরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাকালীন প্রতিবন্ধকতা নিরসনকল্পে একটি পাইলটিং প্রকল্প গ্রহণ করেছে সমাজসেবা অধিদফতর। ‘কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধকল্পে বিদ্যালয় সমাজকর্ম ব্যবস্থা প্রবর্তন’ শীর্ষক এ পাইলটিং প্রকল্প চট্টগ্রামে সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে।

এ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। এ বিষয়ে তিনি জানান, চট্টগ্রামের ৩টি পাইলটিং প্রকল্পের কার্যক্রম চলছে।

প্রকল্প পরিচালক শাহী নেওয়াজ বলেন, কিশোর অপরাধ দেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। দেশের বিদ্যালয়গামী শিশু-কিশোরা বিভিন্ন সময় বিবিধ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। শিল্পায়ন, নগরায়ন ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে অ-মনযোগিতা, সামাজিক বিচ্ছিন্নতা, আক্রমণাত্মক আচরণসহ বিবিধ অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে।

4

তিনি আরও বলেন, সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নানা রকম অপরাধমূলক কার্যে লিপ্ত হচ্ছে। যেমন: পিতা-মাতার অবাধ্যতা, পকেট মার, পর্ণ ছবি দেখা, বাড়ি থেকে নিরুদ্দেশ, ধুমপান করা, নাশকতামূলক কর্মে লিপ্ত, উশৃঙ্খল আচরণ, ইভটিজিং, কিশোর গ্যাং, টিকটক ভিডিও প্রস্তুত, স্কুল পলায়ন, মাদকাসক্তি, ছিনাতাই, চুরিসহ বিবিধ অপরাধে জড়িত হওয়া ইত্যাদি। এতে অকালেই বিদ্যালয় থেকে ঝরে পড়ছে এবং শিক্ষার্থীও শিক্ষাকালে বিপর্যয় ঘটছে।

সরকারি কর্মের কার্যবন্টন অনুযায়ী দেশের কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, ভবঘুরে ও ভিক্ষাবৃত্তি নিরসনে দায়িত্বপ্রাপ্ত দফতর সমাজকল্যাণ মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয় দেশে বিবিধ কর্মসূচি পরিচালনা করছে। এ মন্ত্রণালয়ের একটি অন্যতম উইং হিসেবে সমাজসেবা অধিদফতর মাঠপার্যায়ে আইনের সংস্পর্শে আসা শিশু বা আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের জন্য প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস পরিচালনা করছে।

বিদ্যালয়গুলো হলো— কাপাসগোলা সিটি করপোরেশন বিদ্যালয় (বালিকা) চট্টগ্রাম, ছালে আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয় (বান্দরবান) ও ছাফা মোতালেব হাই স্কুল চান্দগাঁও, চট্টগ্রাম।

5

গত ১৪ সেপ্টেম্বর চান্দগাঁও থানাধীন ছাফা মোতালেব হাই স্কুল প্রাঙ্গণে পাইলটিং এর আওতায় গৃহীত সমস্যাগ্রস্থ শিক্ষার্থীর কেইসসমূহ পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সমস্যাগ্রস্থ ও অপরাধ প্রবণ শিক্ষার্থীদের আচরণের ইতিবাচক পরিবর্তনের কৌশল হিসেবে ‘কাউন্সিলিং’ এর আয়োজন করা হয়। সংগৃহীত কেইসসমূহ নিয়ে শ্রেণি শিক্ষক ও অভিভাবক মণ্ডলীর অংশগ্রহণে বিশেষ কাউন্সিলিং পরিচালনা করা হয়। কাউন্সেলিংয়ের মাধ্যমে সমস্যাগ্রস্থ শিক্ষার্থীর উন্নয়নে সকল পক্ষের ভূমিকা সম্পর্কে সংশ্লিষ্টদের জানানো হয়।

কাউন্সিলিংকালে পাইলটিং প্রকল্পের পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, সংশ্লিষ্ট প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পাইলটিং প্রকল্পে নিয়োগপ্রাপ্ত বিদ্যালয় কাউন্সেলরদ্বয় যথাক্রমে নাহিদা সুলতানা ও ফাহমিদা ইয়াছমিন অভিভাবক ও শিক্ষকদের সাথে কেইসসমূহ নিয়ে কাউন্সেলিং পরিচালনা করেন।