images

সারাদেশ

কবিরহাটে ৩৬ বোতল স্পিরিটসহ গ্রেফতার ১ 

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম

images

নোয়াখালী কবিরহাট উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৩৬ বোতল স্পিরিটসহ দ্রব্যসহ আবদুল লতিফ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।  

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে সুন্দলপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারি একই ইউনিয়নের লামছি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। 

ডিবি সূত্রে জানা যায়, আব্দুল লতিফ দীর্ঘদিন থেকে হোমিওপ্যাথির ওষুধের মোড়ক ব্যবহার করে নেশা জাতীয় দ্রব্য স্পিরিট বেচাকেনা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে ৩৬ বোতল স্পিরিটসহ তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

প্রতিনিধি/এইচই