জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
রংপুরের কাউনিয়া থানা পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে জুয়ার সরাঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার(৯ সেপ্টেম্বর) জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ জানান, কাউনিয়া থানা পুলিশের একটি দল শুক্রবার(৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ৩নং কুর্শা ইউনিয়নের শিবু মৌজাস্থ পাঠানপাড়া এলাকার জনৈক আফজাল হোসেন এর কলাবাগানের ভিতর অভিযাান পরিচালনা করে জুয়ার সরাঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম রাজিব গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাবু মিয়া (২৭),পীরগাছা উপজেলার জুয়ান চর গ্রামের আবু বক্কর সিদ্দিক, ছেলে জাহিদুল ইসলাম (৩৮), মইন উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩৮), মৃত সেকেন্দার আলীর ছেলে মমিনুল ইসলাম (২২), সাং-কান্দিনাগ্রামের জরিফ উদ্দিনের ছেলে লিটন (২২)।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মাদক, জুয়া, চুরি, ছিনতাই বন্ধে কাউনিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটক জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
প্রতিনিধি/ এজে