images

সারাদেশ

সিরাজদিখানে এসএসসিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জেলা প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৪ এএম

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন স্কুলের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় তাদেও হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ টাকা ও গাছের চারা তুলে দেওয়া হয়।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা চত্বরের স্বাধীনতা মঞ্চে ছাত্র ছাত্রীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সিরাজদিখান উপজেলা প্রশাসন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়ার এ আয়োজন করে। এর আগে কোরান তেলাওয়াত, গীতা পাঠের মাধ্যমে দুপুর ৩টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মেধাবী সংবর্ধনার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এসময় কৃতী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ উপহার হিসেবে ছাতা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, গাছের চারা দেওয়া হয়।

এসময় অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলেদেন।

এতে আরও উপস্থিত  ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খাঁন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম তানভিরের সভাপতিত্বে ও আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ কলেজের প্রভাষক চৈতি দেবনাথের সঞ্চালনা এতে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মুজাহিদুল ইসলাম সুমনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, মেধাবী হলেই হবে না, ইতিবাচক মেধাবী হতে হবে। লেখাপড়ায় কেউ আগ্রহী হলে তার সামনে প্রতিবন্ধকতা বলে কিছু থাকে না।

প্রতিনিধি/এসএস