images

সারাদেশ

রংপুর মহানগর যুবলীগের আংশিক কমিটির অনুমোদন

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

সম্মেলনের ৪ বছর পর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে বহাল রেখে রংপুর মহানগর যুবলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। 

পহেলা সেপ্টেম্বর এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

রোববার (৩ সেপ্টেম্বর) কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য অনুমোদিত কমিটির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। রংপুর মহানগর যুবলীগের আওতায় রয়েছে ৩৩ টি ওয়ার্ড, ৬ থানা কমিটি।

কমিটি অনুমোদন বিষয়ে মুরাদ হোসেন জানান, কমিটির সদস্যদের জীবনবৃত্তান্ত, রাজনৈতিক পরিচয় মাথা রেখে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যাচাই বাচাই করে আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। অন্যান্য পদগুলো অচিরেই পূরণ করা হবে।

রংপুর মহানগর যুবলীগের সভাপতি এ বিএম সিরাজুম মনির বাশার জানান, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে রংপুর মহানগর যুবলীগের কমিটি অনুমোদন হয়েছে। সামনের দিনে অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় রংপুর মহানগর যুবলীগ রাজপথে থেকে সক্রিয়ভাবে কাজ করবে।

২০১২ সালে এবিএম সিরাজুম মনির বাশারকে আহবায়ক, ইসমাইল হোসেন সাজুকে ১নং যুগ্ম আহবায়ক ও মুরাদ হোসেন, হারুন অর রশীদ, শ্রী হারাধন রায় হারা, সাইফুল ইসলাম, আশরাফুল আলমকে যুগ্ম আহবায়ক করে কমিটির অনুমোদন দেন তৎকালীন যুবলীগের কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ ৬ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে এবিএম সিরাজুম মনির বাশার সভাপতি ও মুরাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

প্রতিনিধি/একেবি