images

সারাদেশ

দাফনের দেড় বছর পর কবর থেকে লাশ উত্তোলন

জেলা প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৩, ১০:৫৮ এএম

images

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দীর্ঘ এক বছর ছয় মাস পর গোলাম রাব্বানী (৪০) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর বিশুক্ষেত্রে কবরস্থান থেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইনের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। 

এ সময় ডা. খালিদুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৬ মার্চ গোলাম রাব্বানীর স্ত্রীর পরকীয়া প্রেমিক দিয়ে স্বামীকে হত্যা করে লাশ দাফন করে। পরে বিষয়টি জানাজানি হলে গোলাম রব্বানীর ছোট স্ত্রী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা পর্যালোচনা করে মহামান্য আদালত লাশটি উত্তোলন করার আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন জানান, নিহতের ঘটনা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে লাশটি উত্তোলন করা হয়েছে।

প্রতিনিধি/এইচই