জেলা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৩, ১০:১৭ এএম
বগুড়ার শাজাহানপুরে ছোট বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে নার্গিস আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সুজাবাদ পাথরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷
এ সময় নার্গিসকে বাঁচাতে গিয়ে তার স্বামী রেজাউল করিমও আহত হন। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বছর দুয়েক আগে নার্গিসের ছোট বোন শারমিনের সঙ্গে গাইবান্ধার সাঘাটার আনারুল ইসলামের বিয়ে হয়েছিল। তবে পারিবারিক কলহে ৭ মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে শারমিন বড় বোন নার্গিসের বাড়িতেই থাকত। বুধবার রাতে আনারুল সেখানে গিয়ে তার সাবেক স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে নার্গিস তাতে বাঁধা দেন।
এ নিয়ে বাকবিতণ্ডতা শুরু হলে আনারুল নার্গিস ও তার স্বামী রেজাউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন।
ওসি শহিদুল ইসলাম আরও বলেন, আনারুল এখনও পলাতক। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
নিহত নার্গিসের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রতিনিধি/এইচই