images

সারাদেশ

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জেলা প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৩, ০২:৩০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোজাম্মেল মিয়া (৬২) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) সকাল সোয়া ১১ টার দিকে গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোজাম্মেল মিয়া বকচর গ্রামের বাসিন্দা। 
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ

স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে মোজাম্মেল মিয়া একটি অটোরিকশা যোগে যাচ্ছিলেন। এরই মধ্যে ওইস্থানে রিকশাটি থেকে পড়ে যান তিনি। এসময় অপর একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

প্রতিনিধি/এইচই