জেলা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ০৮:৪৮ এএম
নরসিংদীর মনোহরদীতে মুসলিমা(৩৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার(২৭ আগস্ট)সকালে মুসলিমার স্বামীর বাড়ি উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকৈর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে মনোহরদী থানার পুলিশ।
নিহত মুসলিমা কাচিকাটা ইউনিয়নের সৌদি আরব প্রবাসী ওয়ালী উল্লার স্ত্রী এবং এক সন্তানের জননী।
শনিবার বিকালে মুসলিমা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে। আসার সময় রাতে স্বামীর বাড়িতে থাকবে বলে আসে। রোববার সকালে মুসলিমার মোবাইলে তার মা ফোন দেয়। মুসলিমা ফোন রিসিভ না করলে মুসলিমার মা সকালে মুসলিমার স্বামীর বাড়ি কালিয়াকুড়ে এসে ঘরের মেঝেতে মুসলিমার লাশ পরে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুসলিমার লাশ উদ্ধার করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
প্রতিনিধি/একেবি