images

সারাদেশ

২৫ বছর পর হত্যা মামলার পলাতক আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৩, ০১:১৮ পিএম

নাটোরের নলডাঙ্গায় আমজাদ হোসেন হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাত হোসেন (৭০) এবং তার স্ত্রী নুরজাহান বেগমকে (৬৫) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর এলাকার মৃত শফি প্রামানিকের ছেলে শাহাদাত হোসেন (৭০) এবং তার ‍স্ত্রী মোছা. নূরজাহান বেগম (৬৫)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়িতে গিয়ে হত্যা করে শাহাদাত হোসেন। পরে আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শাহাদাত হোসেন এবং নুরজাহান বেগমের বিরুদ্ধে নাটোর সদর থানায় এজাহার দায়ের করেন। সেই সময় পুলিশ নুরজাহান বেগমকে গ্রেফতার করে আদালতে সোপদ করে। কিন্তু শাহাদাত হোসেন ঘটনার পর হতে কৌশলে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে নুরজাহান বেগম আদালত থেকে জামিনে বের হয়ে স্বামী কৌশলে শাহাদাত হোসেনের সঙ্গে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে ২০১৬ সালে আদালত শাহাদাত হোসেন এবং নুরজাহান বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর ২৩ আগস্ট বুধবার তাদের ঢাকা আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

টিবি