images

সারাদেশ

সলঙ্গায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৩, ০৭:৩৭ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু দু’জন সম্পর্কে চাচাতো ভাই।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সলঙ্গার বাসুদেবকোল দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলো- সলঙ্গা থানার বাসুদেবকোল দক্ষিণপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে সিহাব (৯), মনিরুল ইসলাম লাবুর ছেলে অনিক আহম্মেদ (৮)।

আরও পড়ুনঃ সলঙ্গায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বুধবার দুপুরে বাড়ির ডোবার পাশে খেলাধুলা করছিল সিহাব ও অনিক আহম্মেদ। খেলাধুলার কোনো এক সময় ডোবার পানিতে পড়ে ডুবে যায়।

পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। সন্ধ্যার আগে শিশু দু’টির মরদেহ ভেসে উঠলে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/এসএস