জেলা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৩, ১০:৪৫ পিএম
খুলনা রূপসার ইলাইপুর মোমিনবাগ এলাকায় পানিতে ডুবে হোসেন আলী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ আগস্ট) দুপুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর মোমিনবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে হোসেন বাইরে ঘুরতে গিয়ে পাশ্ববর্তী এক পুকুর পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, আজ দুপুরে শিশুটি পুকুরে গোসল করতে যায়। এসময় পুকুরের স্যাতস্যাতে সিঁড়িতে পা পিছলে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিনিধি/এসএস