images

সারাদেশ

সাঈদীর গায়েবানা জানাজায় সরকার বিরোধী বক্তব্য, শিক্ষককে শোকজ

জেলা প্রতিনিধি

২০ আগস্ট ২০২৩, ১১:৩৫ এএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ ও জানাজায় সরকার বিরোধী আপত্তিকর বক্তব্য দেওয়ার অপরাধে অভিযোগ এনে খোন্দকার মনির আযম মুন্নু নামের এক স্কুল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) রাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা। গত বৃহস্পতিবার তাকে নোটিশ দেওয়া হয়।
খোন্দকার মনির আযম মুন্নু রাজবাড়ী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। তিনি বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল।
বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা বলেন, খোন্দকার মনির আযম মুন্নু বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। তিনি দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা নামাজে অংশগ্রহণ করেন। জানাজা পরবর্তীতে তিনি বক্তব্য দেন। বক্তব্যে সরকার বিরোধী ও আপত্তিকর নানা কথা বলেন। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। পরে এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে গত বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে কথা বলতে খোন্দকার মনির আযম মুন্নুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

টিবি