images

সারাদেশ

ফেনীতে ছাত্রলীগের ২০ নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৩, ১০:৪০ পিএম

ফেনীতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় ২০ ছাত্রলীগের নেতা বহিষ্কার করা হয়েছে। এতে সংগঠনের শৃংখলা ও পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকাায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেন জেলা ছাত্রলীগ। 

শনিবার (১৯ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নরু করিম জাবেদ স্বাক্ষরিত দলীয় প্যাডে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

বহিস্কৃতরা হচ্ছেন—জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক নজরুল ইসলাম জাবেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, রাকিব উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাসান আহাম্মদ, দাগনভুঞা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ফজলুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাসেল, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, ফেনী পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. শরিফ উদ্দিন ফরহাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, দাগনভুঞা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, মো. মোস্তাফিজুর রহমান রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি শুভ, উপ-দফতর সম্পাদক মো. আল মামুন, সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল আরাফাত, উপ- বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন রাজু, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন রনি। 

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, দেলোয়ার হোসেন সাঈদী একজন যুদ্ধাপরাধী। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেছে। এ ধরনের একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর মৃত্যুতে ছাত্রলীগের নেতাকর্মীরা শোক প্রকাশ করতে পারে না। ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের যে সকল নেতারা সাঈদীর মৃত্যুর পরবর্তী শোক প্রকাশসহ নানা কার্যক্রমে অংশ নিয়েছে; তারা ছাত্রলীগের রাজনীতি করার অযোগ্য। তাই ফেনীতে যারা সাঈদীর মৃত্যুর পর তার পক্ষে প্রত্যক্ষ-পরোক্ষ ভূমিকা নিয়েছে তাদেরকে বহিস্কার করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।  

প্রতিনিধি/এইচই