জেলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ০৫:২১ পিএম
যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ২ জন, লোহাগাড়া ও সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের ৫ নেতা। পোস্ট দেন আরও এক মাদরাসার শিক্ষক। আর এর দায়ে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক ও মাদরাসা কর্তৃপক্ষ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে নীতি-আদর্শ ভুলে ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ২ জন, লোহাগাড়া ও সন্দ্বীপ উপজেলার ছাত্রলীগের ৫ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তারা হলেন-দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক উপসম্পাদক সাজেদুল হক সাজ্জাদ ও সহসম্পাদক শাহাজাহান হাবীব, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. রুস্তম, কার্যনির্বাহী সদস্য নুরুল আফছার ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।
এ বিযয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন বলেন, বহিষ্কৃত নেতারা যুদ্ধাপরধী দেলাওয়ার হেসাইন সাঈদীর মৃত্যুতে ইন্নলিল্লাহ পোষ্ট দিয়ে শোক প্রকাশ করেছিল। যা সংগঠনের আদর্শ ও নীতিবিরোধী। তাই সংগঠন থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে সাঈদীর মৃত্যুর সংবাদ ফেসবুকে শেয়ার করায় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক ছালেহ মোহাম্মদ যোবায়েরকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
তবে এই বিজ্ঞপ্তিতে সালেহ মোহাম্মদ যোবায়েরকে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় এই অব্যাহতি বলে জানানো হয়। অব্যাহতি দেয়া প্রতিষ্ঠানটি তরিকত ভিত্তিক রাজনৈতিক দল ইসলামী ফ্রন্টে অধ্যুষিত।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আল আজহারী স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি অত্র মাদরাসায় ইবতেদায়ী শিক্ষক (গণিত) হিসাবে ১২-৩-২০২৩ খ্রি. হতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় অস্থায়ীভাবে কর্মরত। অত্র মাদরাসার কোন শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না। আপনি নিয়োগপত্রের ০৪ ও ৬নং শর্ত ভঙ্গ করেছেন এবং আপনি জামাতে ইসলামির রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন বিধায় আপনাকে ইবতেদায়ী শিক্ষক (গণিত) পদ হতে ১৬.০৮.২০২৩ খ্রি. থেকে অব্যাহতি প্রদান করা হল।"
এদিকে চাকরিচ্যুতির বিষয়ে ছালেহ মোহাম্মদ জোবায়ের বলেন, সাঈদী সাহেব একজন আলেম বলে উনার প্রতি ভালোবাসা ছিলো। তাঁর মৃত্যুর ঘটনায় আরটিভির করা একটা নিউজ শেয়ার করেছিলাম মাত্র। শুধু এটার কারণে তারা আমাকে জামায়াত ট্যাগ দিয়ে অব্যাহতি দিয়েছে। আমাকে অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে মাদ্রাসায় আর না যাওয়ার হুমকিও দিয়েছে। অথচ আমি কখনও জামায়াত শিবির করিনি। আর করলে তারা এটার প্রমাণ দিতে বলুক। তারা মাদ্রাসার শিক্ষক হওয়ার পরও আমার সাথে জুলুম করেছে। আল্লাহ অবশ্যই এই অন্যায়ের বিচার করবেন।
প্রতিনিধি/ এজে