জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৩, ০৪:১৮ পিএম
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টায় মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে মেডিকেল ক্যাম্পেইনে রোগীদের সেবা দেওয়া হয়।
মাটিরাঙ্গা জোন দরিদ্র, হতদরিদ্র ও অসহয় পাঁচ শতাধিক স্থানীয় বিভিন্ন বয়সী পাহাড়ি-বাঙালি নারী পুরুষের মাঝে জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলার জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারিরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবা নিতে আসা ব্যক্তিরা জানায়, মাটিরাঙ্গা জোনের চিকিৎসকরা আমাদের দেখে শুনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন ওষুধ প্রদান করেছে তাতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধা জানায়।
প্রতিনিধি/এসএস