জেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৩, ০৬:২৬ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে আটকা পড়া ৫ কেজি ওজনের একটি ঢাই মাছ ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরী ঘাট এলাকা থেকে জেলে আক্কাস হালদারের জালে মাছটি ধরা পড়ে।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চাঁদনি-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ৬ নম্বর ফেরি ঘাট এলাকায় আক্কাস হালদারের জেলের জালে বড় একটি ঢাই মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই।
পরে জেলে আক্কাস হালদারের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট সাড়ে ১৩ হাজার টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। পরে মাছটি সামান্য কিছু লাভে বিক্রি করে দিয়েছি।
প্রতিনিধি/এসএস