জেলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ০৮:১৮ এএম
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (২ আগস্ট) বিকেলে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এদিন সকালে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন—সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান (৫০) ও সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সোলেমান (৫৫)।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমান বলেন, এসব মামলাগুলো গায়েবি। বিএনপির নেতাদের ভয়ভীতি দেখানো ও হয়রানির উদ্দেশে তাদের গ্রেফতার করা হচ্ছে।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দুইটি মামলা রয়েছে। আদালতে তাদের সোপর্দ করার পর বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিনিধি/এইচই