images

সারাদেশ

রাজশাহী বোর্ড: জিপিএ-৫ এ সেরা বগুড়া, পিছিয়ে জয়পুরহাট 

জেলা প্রতিনিধি

২৮ জুলাই ২০২৩, ০৪:১৭ পিএম

images

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহীতে পাসের হারে বোর্ড সেরা হয়েছে জয়পুরহাট জেলা। আর জিপিএ-৫ প্রাপ্তিতে বোর্ড সেরার কৃতিত্ব অর্জন করেছে বগুড়া জেলা। 

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে প্রকাশিত ফলে এসব তথ্য জানা যায়। 

ফল বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বোর্ডের আওতাধীন ৮ জেলা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ লাখ ৬ হাজার ৩৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন। অর্থ্যাৎ এ বছর বোর্ডের ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। 

শিক্ষা বোর্ড জানায়, বিভাগের জয়পুরহাট জেলা থেকে মোট ৯ হাজার ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮ হাজার ২৪২ জন ও জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থী। আর রাজশাহীতে মোট ৩১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৭ হাজার ৪৩১ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৪৫ জন। 

নওগাঁয় মোট ২৫ হাজার ১৯৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২২ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৭৫ জন। বগুড়ায় মোট ৩৫ হাজার ৬৯৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩১ হাজার ৮০৫ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩৫৭ জন। 

এদিকে সিরাজগঞ্জে মোট ৩৬ হাজার ৬৬১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩২ হাজার ৪০৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২১৫ জন। চাঁপাইনবাবগঞ্জে মোট ১৬ হাজার ৬৪০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪ হাজার ৪৬৮ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮৭২ জন। 

এছাড়াও পাবনায় মোট ২৯ হাজার ৯৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৫ হাজার ৯৬০ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৯১ জন। নাটোরে মোট ১৮ হাজার ৪৮১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ১২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৩৪ জন। 

এদিকে, ফল ঘোষণা পরবর্তী এক প্রতিক্রিয়ায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, এ বছরও পাস ও জিপি-৫ এ ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। আগের বছর অর্ধেক নম্বরের পরীক্ষা হয়েছিল। কিন্তু এ বছর পূর্ণ নম্বরেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সে কারণে জিপিএ-৫ ও পাশের হারে কিছুটা পরিবর্তন হতে পারে।

প্রতিনিধি/ এজে