জেলা প্রতিনিধি
১৯ জুলাই ২০২৩, ০৬:১২ পিএম
বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন ছেলে। ব্যাতিক্রমী এই বিয়ের আয়োজন দেখতে ভীড় জমান কয়েক হাজার গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়।
বুধবার (১৯ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া হাইস্কুল মাঠে হেলিকপ্টারে চড়ে পাশের গ্রাম রাজধারপুরে নববধূকে আনতে যান সৌদি প্রবাসী মো. ইউসুফ মিয়া (২৫)।
বর ইউসুফ মিয়া বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামের মো. সমির মিয়ার ছেলে। আর নববধূ সামিয়া আক্তার রাজধারপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের মেয়ে।
বর ইউসুফ মিয়া বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার স্বপ্ন ছিলো আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবো। আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
ইউসুফের বাবা মো. সমির মিয়া বলেন, আমার ছেলে যখন ছোট তখন তাকে সুন্নতে খৎনা করানোর সময়ে আমি আশা করি যে ওকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবো। আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে আমি অনেক খুশি। আমার ছেলে ও বৌয়ের জন্য সবার কাছে দোয়া চাই।
ইউসুফের মা সালমা বেগম বলেন, আমার এক ছেলে এক মেয়ে। শখ ছিলো ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে। আজ সেই শখ পূরণ হয়েছে আমাদের।
পরে বিকেল সাড়ে তিনটায় নববধূকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বর ইউসুফ ফিরে আসেন রামদিয়া হাই স্কুল মাঠে। এ সময় নতুন বর ও বৌ দেখতে কয়েক হাজার গ্রামবাসী ভীড় করেন স্কুল মাঠে। অনেকে মোবাইল ফোনে তাদের ছবি তোলেন। এরপর ঢাকা থেকে নিয়ে আসা সাদা ঘোড়ার টমটমে চড়িয়ে নববধূকে নেওয়া হয় শ্বশুর বাড়িতে। এ সময় নববধূকে মিষ্টি খাইয়ে বরণ করে নেয় প্রবাসী ইউসুফের পরিবার।
স্থানীয় গ্রামবাসী শরিফুল শেখ বলেন, আমার বয়স আজ ৬০ বছর। আমি জীবনে প্রথমবার দেখলাম এই গ্রামে কেউ হেলিকপ্টারে চড়ে বিয়ে করলো।
স্থানীয় বাসিন্দা রেবাকা খাতুন বলেন, আমাদের এই গ্রামে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে বৌ আনলো ইউসুফ। আমরা এই ভিন্নধর্মী বিয়ের আয়োজন দেখে অনেক খুশি। কয়েকটি গ্রামের ও বিভিন্ন এলাকা থেকে এই বিয়ে দেখতে হাজার হাজার মানুষ ভীড় করেছে।
প্রতিনিধি/একেবি