জেলা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৩, ০৯:০৪ এএম
সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেছেন, এই শান্তির চৌদ্দগ্রামে বিএনপির আমলে জামায়াত-শিবির সন্ত্রাস আর নৈরাজ্য চালিয়েছে। তখন চৌদ্দগ্রামে মুনাইয়া মোতাইয়াদের আধিপত্য ছিল। জামায়াত-শিবিরের বহিরাগত ক্যাডাররা এলে মানুষ ভয়ে আতঙ্কে থাকত। জামায়েতের আমলে র্যাবের ক্রস ফায়ারে দুইজনেই শেষ। তাহের সাহেব তাদের রক্ষা করতে পারে নাই। চৌদ্দগ্রামে এখন আর রগকাটা জামায়াত-শিবিরের রাজনীতি নেই। মানুষ শান্তিতে আছে।
শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিজয়করা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আরও বলেন, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে যাওয়ার পরে এদেশের একজন কৃষক মাঠে বসে তার প্রবাসী ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারে। আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে, সেই সেবা আপনারা পাবেন। এই দেশের মানুষের প্রয়োজনে আমার নেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, এই চৌদ্দগ্রাম একসময় ছিল অবহেলিত। এখানে মন্ত্রী ছিলেন কাজী জাফর, এমপি ছিলেন জামায়াত নেতা আবদুল্লাহ তাহের। কিন্তু উন্নয়নের কিছুই হয়নি। আমি এমপি মন্ত্রী হওয়ার পর এ জগন্নাথদীঘি ইউনিয়নসহ সমস্ত চৌদ্দগ্রামের সকল রাস্তাঘাট, স্কুল-কলেজের ভবন, মসজিদ-মক্তবের উন্নয়ন করেছি। মানুষ নির্বাচনে ভোট দেয় এলাকার উন্নয়নের আশা করে। আগের এমপি-মন্ত্রীরা তা করেনি। আমি কিন্তু তাদের মতো বেঈমানি করি নাই। আমি আপনাদের পাশে ছিলাম এবং উন্নয়ন করেছি। আমি কৃষকের ছেলে, আমি দেমাগ দেখাই না। এ এলাকার অধিকাংশ মানুষ কৃষক। আর আমিও কৃষকের সন্তান। কৃষকের ছেলে এমপি হলে মানুষ ঠকে না। আপনাদের পাশে ছিলাম এবং থাকব ইনশাআল্লাহ।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহম্মেদ মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া, পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল, ভাইস চেয়ারম্যান এবি এম বাহার, জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, ইছাক খান, যুগ্ন-সাধারন সম্পাদক জাকির হোসেন ভূইয়াসহ আরও অনেকে।
টিবি