জেলা প্রতিনিধি
০৮ জুলাই ২০২৩, ০৯:৩১ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রত্যন্ত গ্রাম লোহাজুড়ীতে প্রতিষ্ঠিত ‘মরুদ্বীপ-৭১ স্বাধীনতা পার্ক’ পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
শনিবার (৮ জুলাই) বিকেল সেখানে গিয়ে টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের চিত্র ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য উদ্বোধন করেন তিনি।
এরপর প্রায় ২০ একর জায়গাজুড়ে নির্মিত মুক্তিযুদ্ধের চেতনাখচিত পার্কটি ঘুরে দেখেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এসময় তার সঙ্গে ছিলেন পার্কের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুজ্জামান ইকবাল। এছাড়া সরকারি বিভিন্ন দফতরের সাবেক ও বর্তমান কর্মকর্তারা সেনাপ্রধানের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।
হাজারো দেশি-বিদেশি গাছপালা আর দৃষ্টিনন্দন স্থাপনা বেষ্টিত পার্কে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক শতাধিক ভাস্কর্য দেখে মুগ্ধ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বলেন, এত রিমোট এলাকাতে যে এত সুন্দর একটা পার্ক করেছে, এর ভিতরে প্রবেশ না করলে এর ভিতরে কি আছে কেউ অনুধাবন করতে পারবে না। এখানে এসে সত্যিই খুব মুগ্ধ হয়েছি, অভিভূত হয়েছি।
২০০৮ সালে থেকে মুক্তিযুদ্ধ পার্কটির কাজ শুরু হয়। এখনও পার্কটির কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পার্কটির প্রধান উদ্যোক্তা নূরুজ্জামান ইকবাল।
এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক সেনাপ্রধান।
প্রতিনিধি/এমএইচটি