images

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৬ জুলাই ২০২৩, ০৭:৪৫ পিএম

images

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কয়ড়া বাজারে এ মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহত ওই কাঠমিস্ত্রীর নাম শাহিন মিয়া (২৮)। তিনি জামালপুর সদর উপজেলার শীতলকুষা এলাকায় আবু বক্করের ছেলে।
 
স্থানীয়রা জানান, শাহিন মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। উপজেলার জোড়খালী ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় তার নিজের কাঠের ব্যবসাপ্রতিষ্ঠানে টিনের চালে উঠলে বিদ্যুতের তার লিকেজ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/এইচই