images

সারাদেশ

চিকিৎসা নিতে গিয়ে ডাক্তারের চড়-থাপ্পড় খেলেন রোগী

জেলা প্রতিনিধি

০৪ জুলাই ২০২৩, ০৯:৪৩ পিএম

হাসপাতালে গিয়ে চিকিৎসকের মারধরের শিকার হয়েছেন রোগী। আজ মঙ্গলবার (৪ জুলাই) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটেছে। তবে বিষয়টি অস্বীকার করে রোগীর সাথে ধস্তাধস্তি হয়েছে বলে দাবি চিকিৎসকের। 

আজ দুপুরে হাসপাতালের ২য় তলায় ২০৭ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী ইউসুফ গাজীর (৬০) স্ত্রী রিমা বেগম (৫০) মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, হাসপাতালের কর্তব্যরত, নাক, কান ও গলার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইমরান খাঁনের কাছে,নাকের ফোড়া জনিত সমস্যা নিয়ে টিকিট কেটে চিকিৎসা নিতে গেলে হঠাৎ ইউসুফ গাজীকে চড়-থাপ্পড় মেরে মারধর শুরু করেন চিকিৎসক। পরে সেখানে উপস্থিত অন্যান্য রোগীরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর ওই রোগীর চিকিৎসা না করেই চিকিৎসকের কক্ষ থেকে বের করে দিয়ে,তাকে ঢাকায় রেফার্ড করা হয়। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে অবহিত করলে,পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগী ইউসুফ গাজীকে দ্রুত স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে পাঠায়। 

এ ঘটনায় ভুক্তভোগী, ইউসুফ গাজী ও তার স্ত্রী রিমা বেগমের অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরান খাঁন বিনা কারণে মারধর করেন চিকিৎসা নিতে আসা অসুস্থ ইউসুফ গাজীকে।

এর আগে কাউন্টারে টিকিট কেঁটে হাসপাতালের দ্বিতীয় তলার ২০৭ নাম্বার কক্ষে চিকিৎসা নিতে আসলে রোগীকে বেশ কয়েক ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রাখেন চিকিৎসক। 

পরে চিকিৎসা শুরু করলে তীব্র ব্যথা অনুভব করে ইউসুফ গাজী। বিষয়টি চিকিৎসককে বেশ কয়েকবার জানালে ক্ষিপ্ত হয়ে রোগীকে মারধর শুরু করেন ইমরান খাঁন। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানান উপস্থিত অন্য রোগীরা এতে হট্টগোল পরিস্থিতির তৈরি হয় হাসপাতালে। পরে কক্ষের বাইরে অপেক্ষায় থাকা প্রায় অর্ধশতাধিক রোগীকে চিকিৎসা সেবা না দিয়েই বেরিয়ে যান চিকিৎসক, এতে চিকিৎসা বঞ্চিত হতে হয় রোগীদের।

প্রত্যক্ষদর্শী লিটন মোল্লা জানান, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে কখনই এমন অদ্ভুত আচরণ কাম্য নয়, আমরা নিম্ম মধ্যবিত্ত মানুষেরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে নানা রকমভাবে লাঞ্ছিত হয়ে থাকি, আজকেও একজন রোগীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি স্বচক্ষে দেখে আমি সহ অন্যান্য রোগীরা সত্যিই মর্মাহত আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং রোগীদের সাথে ঘটে যাওয়া এসব ঘটনার বিচারের দাবি জানাই।

 gdd

তবে রোগীকে মারধরের বিষয়টি অস্বীকার করে ধস্তাধস্তি হয়েছে বলে দাবি করেছেন চিকিৎসক ইমরান খাঁন। তিনি বলেন,রোগীকে মারধরের বিষয়টি সত্য নয় ,তবে রোগীর সাথে ধস্তাধস্তি হয়েছে আমার। এছাড়া আর কোনো মন্তব্য করতে আমি রাজি নই।

এদিকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন,হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এসএম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে হাসপাতালে বাইরে থাকায়, বিষয়টি দেখতে পাইনি, তবে রোগীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ঘটনা সত্যতা পাওয়া গেলে,সিভিল সার্জন সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ভুক্তভোগীর স্ত্রী রিমা বেগমের লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুর জ্জামান বলেন, এ ঘটনা একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগীদের কাছ থেকে বিষয়টি উভয় পক্ষের বক্তব্য অনুযায়ী তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/একেবি