জেলা প্রতিনিধি
২৪ জুন ২০২৩, ০৫:৫৯ পিএম
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম পাংশা উপজেলা ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (২৪ জুন) বিকেলে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
প্রীতি ম্যাচ দেখতে সকাল থেকেই দলে দলে মানুষ আসেন মাঠে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। মাত্র ২০ টাকার টিকিট কেটে খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসে হাজার হাজার দর্শক। জমজমাট খেলাটিতে আনন্দে মাতে দর্শক। অনেক দর্শক আশেপাশের বহুতল ভবনের ছাদে বসেই খেলা উপভোগ করে।
খেলা দেখতে আসা দর্শক আলামিন হোসেন বলেন, ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আজ পাংশা এসেছি। সুমন ভাইয়ের সঙ্গে একটা সেলফি তুলতে চাই।
আরেক দর্শক রাসেল আকের মোল্লা বলেন, দীর্ঘ দিন পর পাংশা উপজেলায় জর্জ স্কুল মাঠে এতো বড় একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা একসাথে ১৫ জন বন্ধু খেলা দেখতে এসেছি।
নারী দর্শক রোজী আক্তার বলেন, আজ এই স্কুল মাঠে প্রায় ১ লাখ মানুষ খেলা দেখতে এসেছেন। ব্যারিস্টার সুমনের ভক্ত আমি।
পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা ও আয়োজক কমিটির সদস্য শহীদুল ইসলাম মারুফ জানান, এ আয়োজন পাংশার ফুটবল ইতিহাসের অংশ হবে।
খেলা শুরুর আগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, পাংশায় এসে আমি অভিভূত। ফুটবল মানুষের প্রথম প্রেম। আজ আমি পাংশাতে ফুটবল খেলতে আসছি। পাংশায় এর আগে এতো মানুষ হয়েছে কিনা আমার জানা নাই। ফুটবলের প্রতি দেশপ্রেম থেকেই মানুষ খেলা দেখতে এসেছে। মাদক থেকে দেশকে মুক্ত করার এর থেকে ভালো উপায় আর নেই।
তিনি আরও বলেন, আমি তিনশ থেকে সাড়ে তিনশ কিলোমিটার দূর থেকে এসেছি। পাংশার সঙ্গে খেলে জিততে বা হারতে আসি নাই। আমরা পাংশার মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে আসছি। রাজার বাড়ির মানুষদের কখনও হারানো যায় না। আমি পাংশার মানুষকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার ফুটবলার উপহার দিতে এসেছি। পাংশার মানুষের আতিথিয়তা ভোলার মতোন নয়।
প্রীতি ফুটবল ম্যাচে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল,পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।
প্রতিনিধি/এইচই