images

সারাদেশ

চান্দিনায় বাসচাপায় রিকশাচালক নিহত

জেলা প্রতিনিধি

১৯ জুন ২০২৩, ০২:১৫ পিএম

কুমিল্লা চান্দিনায় বাসচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় এক স্কুলছাত্রী আহত হয়।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পালকি সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. ওবায়দুল হক।

নিহত কিশোরের নাম মো. মাসুদ (১৭)। তিনি দেবিদ্বার উপজেলার ইন্দ্রারচর এলাকার বাসিন্দা।

আহত স্কুলছাত্রী চান্দিনা এলাকার সায়মা আক্তার (১৪)। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

ওসি মো. ওবায়দুল হক বলেন, সকাল সাড়ে ৯টার দিকে উল্টোপথে যাত্রী নিয়ে রিকশাটি যাচ্ছিল। এসময় তিশা পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে চালক নিহত হয় এবং এক স্কুলছাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, পুলিশ বাস ও রিকশাটিকে থানায় নিয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

টিবি