images

সারাদেশ

৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৮ জুন ২০২৩, ০৫:৪৭ পিএম

images

বগুড়ায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৭ জুন) রাতে গাবতলী উপজেলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করে র‍্যাব।

গ্রেফতার যুবকের নাম আকালু মন্ডল। তিনি সারিয়াকান্দি উপজেলার কুপতলা এলাকার মোসলেম মন্ডলের ছেলে।

রোববার (১৮ জুন) দুপুরে এসব তথ্য জানান র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন৷

র‍্যাব কর্মকর্তা বলেন, গত ১ জুন সারিয়াকান্দি নারচী দক্ষিণপাড়া এলাকায় ৫ম শ্রেণির ছাত্রীকে আকালু মন্ডল জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে ওই ছাত্রীর বাবা সারিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী (২০০৩) এর ৭ ধারায় মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে। পরে শনিবার রাতে গাবতলী বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী যুবক আকালুকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার যুবককে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস