images

ককপিট

চট্টগ্রাম বিমানবন্দরের ‍উড়োজাহাজ ঢাকায় সরানো হয়েছে 

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ মে ২০২৩, ১২:৫৮ এএম

ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে সকল এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকায় সরিয়ে ঢাকায় আনা হয়েছে। এর আগে চট্টগ্রাম বিমানবন্দরে টানা ১৮ ঘণ্টা সকল ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এছাড়াও আন্তর্জাতিক রুটের ফ্লাইট চট্টগ্রাম থেকে বন্ধ রাখা হয়েছে। 

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। 

তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে ৮ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।  এই অবস্থায় শাহ আমানত বিমান বন্দর থেকে কোন ধরনের ফ্লাইট উঠানামা করবে না। যেসকল এয়ারলাইন্সের প্লেন বিমানবন্দরে রাখা হয়েছিল সেগুলো সরিয়ে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আনা হয়েছে।

তিনি আরো জানান, চট্টগ্রাম থেকে কোন আন্তর্জাতিক ফ্লাইট আগামীকাল শনিবার দিনভর উড়বে না। পাশাপাশি সিদ্ধান্ত নেয়া হয়েছে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই নির্দেশ পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে।

এমআইকে/এজেড