images

ককপিট

মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কায় বিমানে আগুন

এভিয়েশন ডেস্ক

২৪ এপ্রিল ২০২৩, ০৫:২৪ পিএম

আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান যাত্রীদের নিয়ে আকাশে ওড়ার পর মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগে। এতে আগুনের স্ফুলিঙ্গ বের হতে যায়। বিপদ এড়াতে প্রায় সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণ করে বিমানটি।

গতকাল রোববার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫মিনিটে উড়েছিল বিমানটি। এরপর ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ওহায়োর জন গ্লেন কলম্বিয়াস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফিনিক্সের উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। স্ফুলিঙ্গ বের হওয়ার পর বিমানটি কলম্বাস বিমানবন্দরে ফিরে আসে। পাখির আঘাতের কারণে বিমানটির ইঞ্জিনে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

airplane-fireমার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, বোয়িং ৭৩৭ বিমানটি কলম্বাস থেকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সের উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিমানটিতে পাখি আঘাত করে থাকতে পারে বলে জানায় বিমানের ক্রু সদস্যরা। বিমানটি জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ফিরে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, ক্রু সদস্যরা আজ সকালে একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা জানিয়েছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং বিমানবন্দর চালু রয়েছে।

আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, ফ্লাইটটি ‘যান্ত্রিক গোলযোগের কারণে’ কলম্বাস বিমানবন্দরে নিরাপদে ফিরে এসেছে। রক্ষণাবেক্ষণের জন্য বিমানটিকে সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রীদের ফিনিক্সে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের টিম কাজ করছে।

সূত্র: সিএনএন

এমএইচটি