images

ককপিট

টয়লেটে সমস্যা থাকায় মাঝ আকাশ থেকে ফিরে আসলো বিমান

এভিয়েশন ডেস্ক

১৯ এপ্রিল ২০২৩, ০২:৫০ পিএম

অস্ট্রিয়ার ভিয়েনা থেকে নিউইয়র্কগামী একটি বিমান যাত্রা শুরুর প্রায় ২ ঘণ্টা পর দেখতে পায় বিমানের আটটি টয়লেটের মধ্যে পাঁচটি টয়লেট কাজ করছে না। তাই অস্ট্রিয়ান এয়ারলাইন্সের বিমানটি ফিরে আসে।

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, টয়লেটে প্রযুক্তিগত সমস্যার কারণে বোয়িং-৭৭৭ এর বিমানটি ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

austrian-airlinesএয়ারলাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে টয়লেটগুলোতে সঠিকভাবে ফ্লাশ কাজ করছিল না। ফ্লাইটিতে প্রায় ৩০০ যাত্রী ছিল বলেও জানান তিনি।

তিনি বলেন, অস্ট্রিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে এমন সমস্যা আগে ঘটেনি। বিমানের টয়লেটগুলোকে ইতিমধ্যে ঠিক করা হয়েছে।

এরপর যাত্রীদের জন্য অন্য আরেকটি ফ্লাইট ঠিক করা হয়।

এমএইচটি