images

ককপিট

দুনিয়া কাঁপানো ভয়ংকর ১০ যুদ্ধবিমান

এভিয়েশন ডেস্ক

২৫ মার্চ ২০২২, ০১:৫৭ পিএম

ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। দুই দেশের মধ্যে চলছে যুদ্ধ। কোন দেশ কী ধরনের যুদ্ধবিমান নিয়ে আকাশ কাঁপাচ্ছে তা নিয়ে চলছে আলোচনা। উঠে এসেছে জনপ্রিয় ফাইটার জেট মিগ ২৯ এর নামও। কিন্তু এমন কিছু বিমান আছে যেগুলোর নাম অনেকেই শোনেননি। যা বিভিন্ন দেশের বিমান বাহিনীর বহরে রয়েছে। জেনে নিন দুনিয়া কাঁপানো ভয়ংকর ১০টি যুদ্ধবিমান সম্পর্কে।

plane

লকহিড মার্টিন এফ-৩৫বি

এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বেশি শক্তিশালী দুইটি যুদ্ধ বিমান লকহিড মার্টিন এফ-৩৫বি এবং এফ-৩৫সি। এই দুই যুদ্ধবিমানের দাম প্রচুর বেড়েছে। এফ-৩৫বি মডেলকে টেক অফ এবং এফ-৩৫ সি কেরিয়ার বহন করার ভ্যারিয়ান্ট হিসেবে তৈরি করা হয়েছে।

planeইউরোফাইটার টাইফুন

ইউরোফাইটার টাইফুন প্লেনকে তৈরি করেছে ইউরো ফ্লাইটার জিএমবিএইচ কনসোর্টিয়াম। এই কনসোর্টিয়াম ইউনাইটেডকে কিংডম, স্পেন, ইতালি এবং জার্মানি এই চারটি দেশ মিলে তৈরি করেছে। এটি বিশ্বের সবথেকে এগিয়ে থাকা ফাইটার জেট। এর দাম ১৩৮ মিলিয়ন ইউরো।

planeদাসাল্ট রাফালে

এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্যতম দাসাল্ট রাফায়েল । বর্তমাবে ফ্রান্সে এই বিমানের অধিকাংশ তৈরি করা হয়। সারা বিশ্বে প্রায় ২৩৭টি বিমান তৈরি করে ফ্রান্স। 

planeচেংড়ু জে-২০ 

এটি একটি পঞ্চম প্রজন্মের চিনা ফাইটিং জেট। তবে এর আসল মূল্য কত, তা এখনও জানা যায়নি। কিছু মূল্য অনুমান করা হয়ে থাকে মাত্র।

planeম্যাকডোনেল ডগলাস এফ-১৫ইএক্স

পৃথিবীর বিভিন্ন দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করে থাকে। এই যুদ্ধবিমানের অপারেটিং কস্ট প্রায় ২৯ হাজার মার্কিন ডলার প্রতি ঘণ্টা।

planeসুখোই সু-৩৫ ফ্ল্যাঙ্কার

বিশ্বজুড়ে রাশিয়ার যুদ্ধবিমানের বিরাট জনপ্রিয়তা রয়েছে। তার কারণ, রাশিয়ার ফাইটিং জেট বেশ সস্তা। তবে সুখোই সু-৩৫ ফ্ল্যাঙ্কার সস্তা নয়। এর দাম ৮৫ মিলিয়ন ইউরো।

bomaru bimanসাব জাস ৩৯ ই/এফ

সুইডেনের জাস ৩৯ গ্রিপেনের দাম ৩০ মিলিয়ন মার্কিন ডলার। এটি চতুর্থ বা সাড়ে চতুর্থ প্রজন্মের একটি এরোস্পেস।

planeলকহিড মার্টিন এফ-৩৫ এ 

এটি তুলনামূলক সস্তা একটি এফ-৩৫ সিরিজের যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের দাম ৮০ মিলিয়ন মার্কিন ডলারের কম। এই বিমান ১৯৯০ সালে বিশ্ববাজারে নিয়ে আসা হয়। এই বিমানের দাম ১০০ মিলিয়ন মার্কিন ডলার।

planeলকহিড মার্টিন এফ-১৬ ব্লক

এটি একটি হালকা শরীরের বিমান। এফ-১৫ এর আগের ভ্যারিয়ান্ট ৩০ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হত।

এজেড