images

ককপিট

বিমানবন্দরে সন্তান প্রসব, ক্ষুদে যাত্রীকে স্বাগত জানাল বিমান

এভিয়েশন ডেস্ক

১৮ নভেম্বর ২০২২, ০১:৫৬ পিএম

এই প্রথম ভারতের দিল্লি বিমানবন্দরে সন্তান প্রসবের ঘটনা ঘটল। নবাগত এই মানব শিশুকে স্বাগত জানিয়েছে বিমান ও বন্দর কর্তৃপক্ষ। 

মঙ্গলবার সকালে এক অন্তঃসত্ত্বা মহিলা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের গন্তব্যে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে বিমানের অপেক্ষায় বসেছিলেন। হঠাৎ মহিলার প্রসবযন্ত্রণা ওঠে। বিমানবন্দরেই ছেলের জন্ম দেন মহিলা।

airportদিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের টুইটার হ্যান্ডেলে নবজাতকের ছবি প্রকাশ করেছে। দিল্লি এয়ারপোর্ট ও বিমান স্বাগত জানাল তাদের সবচেয়ে ক্ষুদে সদস্যকে। 

বিমানবন্দরে সেই সময়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক প্রবীণ সিংহ বলেন, বিমানের জন্য অপেক্ষমান ওই নারী প্রকৃতিক কাজ সারতে শৌচাগারে যান। প্রসব বেদনা উঠলে বন্দরের চিকিৎসকদের শরণাপন্ন হন। চিকিৎসক দলের পর্যবেক্ষণে তার পুত্রসন্তানের জন্ম হয়। দিল্লি বিমানবন্দরে সন্তানপ্রসবের ঘটনা এই প্রথম।’

new bornএই ঘটনায় উচ্ছসিত সংশ্লিষ্ট বিমান ও বন্দর কর্তৃপক্ষ। তারা টুইটারে লিখেছে, ‘আমাদের সবচেয়ে ছোট যাত্রীকে স্বাগত। টার্মিনাল ৩ এ, মেদান্তা পরিষেবায় প্রথম শিশুর আগমণ উদ‌যাপন করা হচ্ছে। মা এবং শিশু দুজনেই সুস্থ আছেন।’

এজেড