images

ককপিট

সৈয়দপুরে অবতরণের সময় বিমানের চাকায় ত্রুটি, হোটেলে ২৫ যাত্রী

এভিয়েশন ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৪০ এএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের সামনের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় ঢাকাগামী একটি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। পরে ওই ফ্লাইটের ২৫ জন যাত্রীকে সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর)  রাত ৯টায় ঢাকা থেকে এসে  অবতরণের সময় রানওয়েতে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ। 

তিনি বলেন, রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকাগামী ২৫ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ওই ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল। কিন্তু চাকায় ত্রুটি কারণে তা বাতিল করা হয়েছে। ঢাকাগামী যাত্রীদের শহরের আবাসিকে থাকার ব্যবস্থা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে আসা  আরেকটি ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পৌঁছে দেওয়া হবে তিনি জানান।

প্রতিনিধি/এজেড