images

ককপিট

বিমানের সিট বদল করা যায়?

এভিয়েশন ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:১৫ এএম

উড়ান পরিচালনাকারী সংস্থা বা এয়ারলাইন্সগুলো মাঝেমাঝে কিছু সিট ব্লক করে রাখে, কখনো বাড়তি ফি আরোপ করে রাখে। এর ফলে একই পরিবারের সদস্যদের এক সাথে সিট পেতে মুশকিল হয়ে যায়, একেকজনের একেক জায়গায় সিট পড়ে। 

planeআপনি যদি একা ভ্রমণ করেন সেক্ষেত্রে এমন কোন পরিবার যদি আপনাকে সিট অদল বদলের অনুরোধ জানায়, তবে আপনার সমস্যা না হলে সে অনুরোধ চাইলে রক্ষা করতে পারেন। 

অবশ্যই এতে কেউই আপনাকে জোর জবরদস্তি করতে পারবে না, তবে এ জাতীয় অনুরোধ রক্ষা করার সংস্কৃতি অব্যাহত থাকলে সবাই উপকৃত হতে পারবে।

planeবোর্ডিংয়ের সময় না করে বিমান যখন স্বাভাবিক উচ্চতায় পৌঁছাবে তখন অদল বদল করুন এবং আপনি যে অনুরোধে এবং স্বেচ্ছায় সিট পরিবর্তন করছেন, সেটা কর্তব্যরত বিমানবালাকে অবহিত করুন। কারণ আপনি অন্য নম্বরের সিটে বসছেন সেটা কর্তৃপক্ষের জানা থাকা জরুরি, যেকোনো ঝামেলা এড়ানোর জন্যে। আপনার সিট নম্বরই কর্তৃপক্ষের কাছে আপনার পরিচয়ের সূত্র।

তথ্যসূত্র: রোর মিডিয়া

এজেড