images

ককপিট

বিমান নিয়ে মজার ৩ তথ্য, যা আপনার অজানা

এভিয়েশন ডেস্ক

২৪ জুন ২০২২, ১১:৪৫ এএম

আপনি বিমান ভ্রমণ করেছেন কিংবা ভবিষ্যতে করার স্বপ্ন দেখছেন। আকাশে উড়ে বেড়ানো যানটি সম্পর্কে হয়তো অনেক কিছুই জানেন আপনি। আসলে বিমান সম্পর্কে জানার কোনো শেষ নেই। কিছু কিছু মজার বিষয় রয়েছে যা আপনি হয়তো জানেন না। বিমান সম্পর্কিত এমন তিনটি মজার ফ্যাক্ট বা তথ্য জানুন।

aircraft৮০ শতাংশ মানুষেরই বিমান ভীতি আছে 

বিমানে চড়ার কথা ভাবলে বুক ধুকপুক করে আপনার? অজানা এক ভয়ে গলা শুকিয়ে আসে? উচ্চতা নিয়ে এই ভয়কে অ্যাক্রোফোবিয়া বলা হয়। তবে কেবল আপনি নয়, ৮০ শতাংশ মানুষেরই এই ভয় আছে। 

অ্যাক্রোফোবিয়া যাদের রয়েছে তারা মাটি থেকে বেশি ওপরে উঠতে চায় না ভয়ের কারণে। কেবল বিমান নয়, একই কারণে তারা উঁচু বিল্ডিং এমনকি মইয়ে চড়তেও ভয় পান। 

aircraftপৃথিবীর মাত্র ৫ শতাংশ মানুষ বিমানে ভ্রমণ করেছে 

কখনো বিমান ভ্রমণ করেননি বলে হয়তো আপনার আফসোস হয়। মনে মনে ভাবেন, অর্থ থাকলে ঠিকই বিমানে চড়তে পারেন। কখনো বা হতাশ হয়ে ভাবেন, বিদেশে জন্ম নিলে ঠিকই এতদিনে বিমানে চড়া হতো। তবে এই হতাশা মুহূর্তেই কেটে যাবে যখন জানতে পারবেন পুরো বিশ্বের আরও ৯৫ শতাংশ মানুষ আপনার দলেই আছে।

জানতে অবাক হবেন, পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর মাত্র ৫ শতাংশ মানুষ বিমান ভ্রমণ করেছে। সংখ্যাটি এত কম, কারণ অনুন্নত দেশের অনেক মানুষই বিমানে চড়ার সুযোগ পান না। আবার একই সঙ্গে পৃথিবীর জনসংখ্যার নির্দিষ্ট একটি ক্ষুদ্র অংশ নিয়মিত বিমান ভ্রমণ করে থাকে।

aircraftপাইলটরা ভিন্ন খাবার খায় 

একেক এয়ারলাইনসে খাবার নিয়ে একেক নিয়ম প্রচলিত। তবে প্রায় সব বাণিজ্যিক এয়ারলাইনসে একটি বিষয়ে মিল রয়েছে। তা হলো, পাইলটদের অবশ্যই প্রথম এবং বিজনেস ক্লাসের একই মাল্টি-কোর্স খাবার খাওয়াতে হবে। 

তবে মূল পাইলট আর কো-পাইলটকে কখনো একই খাবার খেতে দেওয়া হয় না। ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হলে যে দুজন একই সঙ্গে অসুস্থ হয়ে না যান তা নিশ্চিতেই এই ব্যবস্থা করা। 

বিমান সম্পর্কে এই তিনটি তথ্য কি জানা ছিল আপনার? 

এনএম