images

ককপিট

বেবিচকের নতুন চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ জুন ২০২৪, ০১:০৮ এএম

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী। তিনি বেবিচকের বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (২৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়েছে।

প্রজ্ঞাপনে সাদিকুরকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং অবিলম্বে এটি কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, বেবিচকের বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের চাকরির মেয়াদ শেষে আগামী ৩০ জুন শেষ হবে। এরপর তিনি অবসরে যাচ্ছেন।

গত ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানকে বিমান বাহিনী অ্যাক্ট রুলস ১৯৫৭-এর ২৪(১) ও ২৪(৭) অনুযায়ী বর্ধিত চাকরির সময়সীমা অতিক্রান্তে অবসর প্রদান করা হলো।

২০১৯ সালের ১৮ জুন মফিদুর রহমানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ১৯৮৫ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন।

এমআইকে/এমএইচটি