images

ককপিট

মহাকাশযানে কোন জ্বালানি ব্যবহার হয়?

এভিয়েশন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০০ এএম

গাড়ি এবং মোটরবাইকে সাধারণত ডিজেল এবং পেট্রোল ব্যবহৃত হয়। কিছু যানবাহন প্রাকৃতিক গ্যাসেও চলে। অন্যদিকে উড়োজাহাজ ওড়ে জেট ফুয়েলে। এই জেট ফুয়েলকে অনেকেই এভিয়েশন কেরোসিন নামেও অনেকে চেনেন। কিন্তু মহাকাশযান কোন ধরনের জ্বালানিতে চলে?

space_2

মহাকাশযানের জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন বা লিকুইড হাইড্রোজেন ব্যবহৃত হয়। এটি পৃথিবীর দ্বিতীয় শীতলতম তরল পদার্থ। এর তাপমাত্রা -২৫২.৮ ডিগ্রি সেলসিয়াস। চন্দ্রযান-৩ এও একই জ্বালানি ব্যবহার করা হয়েছিল।

SPACE

সাধারণ বিমানের ইঞ্জিন থেকে মহাকাশযানের ইঞ্জিন অনেকটাই আলাদা। এই ইঞ্জিন অনেকটাই চাপ ও তাপ সহ্য করতে পারে। তাই এই ইঞ্জিনে তরল হাইড্রোজেন ব্যবহৃত হয়। এর দামও বিমানের জুট ফুয়েলের থেকেও অনেকটাই বেশি। 

এজেড