জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ এএম
অভ্যন্তরীণ রুটে সেরা এয়ারলাইন্সের খেতাব পেয়েছে বেসরকারি এয়ারলাইন প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্যা এয়ার -২০২৩’ এর গালা এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়।
সেরা কাস্টমার ফ্রেন্ডলি (ডমেস্টিক) ক্যাটাগরিতেও সেরা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এসময় এয়ারলাইন্সটিকে অ্যাওয়ার্ড তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এয়ারলাইন্সের জিএম-জনসংযোগ কামরুল ইসলাম।
২০২৩ সালের সেরা এয়ারলাইন্স (আন্তর্জাতিক) হিসেবে নির্বাচিত হয়েছে এমিরেটস এয়ারলাইন।
এর আগে চলতি বছরের জুলাই মাসে সেরা এয়ারলাইন্স নির্বাচনের জরিপ শুরু হয়। বিভিন্ন পেশা গ্রুপের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড জরিপ ফলাফল বিশ্লেষণ এবং বিজয়ী নির্বাচন করা হয়।
এমআইকে/একেবি