images

ককপিট

শিশুর বিমান ভীতি দূর করার উপায়

এভিয়েশন ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ এএম

বিমানে উঠলে শিশুরা কান্নাকাটি করে। তাদের শান্ত করতে নাজেহাল হন বাবা-মায়েরা। তবে কয়েকটি কৌশল জানা থাকলে শিশুকে নিয়ে বিমানসফর মসৃণ হবে।

শিশু-কিশোরদের নিয়ে বেড়াতে যাওয়ার বেশ ঝক্কি আছে। বাড়িতে সামলানোই কঠিন হয়ে পড়ে, সেখানে অজানা পরিবেশে, অচেনা মানুষ দেখলে ছোটদের অস্থির হয়ে পড়া স্বাভাবিক। শিশুকে নিয়ে বিমানে চড়ার সময়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অনেকেই।

বিমানে উঠলেই শিশু যেন তিতিবিরক্ত হয়ে ওঠে। সেই সঙ্গে কান্নাকাটি তো আছেই। মাঝ আকাশে কীভাবে শিশুকে শান্ত করবেন, বুঝতে পারেন না অনেকেই। শিশুদের ভেতরে কী সমস্যা হচ্ছে, কেন কাঁদছে, তা বাইরে থেকে সব সময়ে বুঝে নেওয়া সম্ভব হয় না। তবে সম্ভাব্য কয়েকটি সমস্যার কথা মাথায় রেখে সমাধানের উপায়গুলো জেনে রাখা জরুরি।

১. বিমানে ওঠার আগে শিশু যেন অন্তত ২-৩ ঘণ্টা ঘুমায়, সেই বিষয়টি নিশ্চিত করা জরুরি। অনেক সময়ে ঘুম কম হলে কিংবা কাঁচা ঘুম ভেঙে গেলে কান্নাকাটি করতে থাকে শিশুরা। দীর্ঘ সময়ের কোনো যাত্রার ক্ষেত্রে তাই শিশুর ঘুম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২. মুখে কথা ফোটেনি। তাই খিদে পেলেও মুখ ফুটে যে বলবে, তার উপায় নেই। কিন্তু বাবা-মাকে তা বুঝতে হবে। তাই সঙ্গে সব সময়ে বাচ্চার খাবার রাখতে হবে। খুব ভালো হয় দুধের বদলে যে খাবার খেতে শিশু পছন্দ করে, সেগুলি যদি কাছে রাখা যায়।

৩. বিমানের চাকা মাটি ছোঁয়ার সময়ে শব্দে বড়দেরও বেশ অস্বস্তি হয়। সেখানে শিশুদের বিরক্তি এবং আতঙ্কের মাত্রা অনেক বেশি। সেই শব্দ যাতে শিশুর কানে না পৌঁছয়, তার জন্য ব্যবস্থা নেওয়া জরুরি। সে ক্ষেত্রে বাচ্চার কানে তুলা গুঁজে দিতে পারেন। তা হলে আর কানে শব্দ পৌঁছবে না। শিশুও শান্ত থাকবে।

৪. এক জায়গায় দীর্ঘ ক্ষণ বসে থাকলেই শিশুদের কান্নাকাটি শুরু হয়ে যায়। বিমানে খেলে বেড়ানোর জায়গা নেই। বিমানের মেঝেতে পাতা কার্পেটে যদি বাচ্চাকে ছেড়ে দেন, তা হলে কান্না বন্ধ হতে পারে। তবে শিশুটির সঙ্গে কিন্তু সব সময়ে এক জনকে থাকতে হবে।

তথ্যসূত্র: এই সময় 

এজেড