images

অটোমোবাইল

পুরনো বাইক নতুনের মতো চকচকে রাখার উপায়

অটোমোবাইল ডেস্ক

১৪ জুন ২০২৩, ০৯:২২ এএম

মোটরসাইকেল যখন কিনে আনেন তখন চকচক করে। কিছুদিন যেতে না যেতেই ফ্যাকাসে হয়ে যায় রঙ। চাইলে পুরনো বাইক নতুনের মতো চকচকে রাখতে পারেন। এজন্য আপনাকে বাইকের গায়ে মাখতে হবে পলিশ। এই পলিশ যেকোনো বাইকের এক্সেসরিজ বিক্রি করে এমন দোকানে পাবেন। এক কৌটা পলিশ কিনলে কয়েক মাস যাবে। এর দামও হাতের নাগালে। পলিশ করলে  বাইকের ফ্যাকাসে রঙ কাটানো যায়। 

bikeপ্রথমে বাইক বা স্কুটার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। বাইক শুকিয়ে গেলে পলিশ লাগান। বাইকের স্টিল ও প্লাস্টিকের অংশে হাতের আঙুলে পলিশ নিয়ে মাখুন। এবার ভালো করে বাইকে পলিশ সব অংশ ছড়িয়ে দিন। শুকনো কাপড় নিয়ে সব অংশে ঘষুণ। 

শুকনো কাপড় দিয়ে বাইক বা স্কুটারটি ভালো করে পলিশ করে নিন। পলিশ পরিষ্কার হয়ে গেলে দেখবেন বাইক আবার নতুনের মতো সাইন করতে শুরু করবে। এই উপাদানের কোনো প্রভাব পরে না বাইকে। প্রয়োজনে আপনি মেকানিকের পরামর্শও নিতে পারেন।

bikeপ্রতি সপ্তাহে একবার করে বাইক পলিশ করলে চকচক করবে। সাধারণত দুই ধরনের পলিশ পাওয়া যায়। একটা স্পে পলিশ। অন্যটি ক্রিম পলিশ। বাইকের জন্য স্পে পলিশের চেয়ে ক্রিম পলিশ ভালো।

এজেড