images

অটোমোবাইল

বাজাজ পালসার পি১৫০: কম দামের পালসার বাইক

অটোমোবাইল ডেস্ক

১২ জুন ২০২৩, ১০:২৯ এএম

বাজাজের অন্যতম সস্তা ও মাইলেজ সাশ্রয়ী মোটরসাইকেল পালসার পি১৫০। এই মডেল বাংলাদেশে পাওয়া যায় না। তবে ভারতে বেশ জনপ্রিয়। 

পালসার সিরিজের সবচেয়ে সস্তা বাইকগুলোর মধ্যে একটি পি১৫০। বেশ আরামদায়ক স্পোর্টি লুকের মোটরসাইকেল এটি।

এই মোটরসাইকেলের স্বীকৃত মাইলেজ ৪৯ কিলোমিটার। এতে রয়েছে এয়ার কুলড প্রযুক্তির ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৪ লিটার। এতে ফুয়েল ইনজেকটেড সিস্টেম দেওয়া হয়েছে।

bikeপি১৫০ মডেলের পালসারে মিলবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। সামনের চাকার রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছন চাকায় ড্রাম। সাসপেনশন রয়েছে সামনে টেলিস্কপিক এবং পেছনে মনোশক।

ভারতে বাজাজ পালসার পি১৫০ বাইক দুইটি ভার্সনে বিক্রি হয়। একটি সিঙ্গেল ডিস্কের। যার দাম ১ লাখ ১৬ হাজার ৭৫৫ রুপি। আরেকটি টুইন ডিস্ক স্প্লিট সিট। যার দাম ১ লাখ ১৯ হাজার ৭৫৭ রুপি।

bajajমোটরসাইকেলটি এত জনপ্রিয় কেন তা নিয়ে কৌতূহলী বাইকপ্রেমীরা। অনেকের মতে এর কারণ, দামে সস্তা হওয়ার পাশাপাশি ভালো ইঞ্জিন রয়েছে এতে। তাছাড়া স্টাইলিশ লুক হওয়ার কারণে কলেজ স্টুডেন্ট থেকে অফিস কর্মী সবাই বাইকটি চালাতে ভালোবাসেন।

অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের সঙ্গে এতে ভালো টর্ক পাওয়া যায় পি১৫০ পালসারে। এছাড়া রয়েছে ভালো ইলেকট্রিক ফিচার্স, যেমন এলইডি লাইট। বিল্ড কোয়ালিটিও তুলনামূলক সন্তুষ্টিজনক। 

এজেড