images

অটোমোবাইল

ইলেকট্রিক গাড়ির সুবিধা-অসুবিধা জানুন

অটোমোবাইল ডেস্ক

০৫ জুন ২০২৩, ০১:৫৩ পিএম

আপনি কি ইলেকট্রিক গাড়ি ব্যবহার করেন? নিঃসন্দেহে এই গাড়ি ইকো ফ্রেন্ডলি বা পরিবেশবান্ধব। ইলেকট্রিক গাড়ি ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে। তবে একই সঙ্গে এই ধরনের গাড়ি ব্যবহার করার অনেক অসুবিধা বা সমস্যাও রয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে একনজরে দেখে নেওয়া যাক ইলেকট্রিক গাড়ি ব্যবহারের বেশ কয়েকটি সুবিধা এবং অসুবিধা।

carইলেকট্রিক গাড়ি ব্যবহারের সুবিধা

ডিজেল বা পেট্রোল চালিত গাড়ির তুলনায় ইলেকট্রিক গাড়ি পরিবেশের জন্য অনেক ভালো। কারণ এই গাড়ি ব্যাটারি চালিত হয়। তার ফলে কার্বন নির্গমনের কোনও ব্যাপার নেই। অর্থাৎ পরিবেশ দূষণ হবে না। সেই জন্যই ইলেকট্রিক গাড়িকে বলা হয় ইকো ফ্রেডলি বা পরিবেশ বান্ধব। 

যেহেতু ইলেকট্রিক গাড়ি ব্যাটারি চালিত তাই কেবলমাত্র চার্জ দিলেই ছুটবে গাড়ি। কিন্তু ফসিল ফুয়েল অর্থাৎ পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির ক্ষেত্রে এই জাতীয় জ্বালানি কিনতেই খরচ অনেকটা বেশি হয়। তাই গাড়ি পরিচালন করাই খরচ সাপেক্ষ। 

carইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে অনেক দেশেই সরকারের পক্ষে একাধিক পলিসি চালু করা হয়েছে। এছাড়াও রয়েছে ইনসেনটিভের ব্যবস্থা। অর্থাৎ ইলেকট্রিক গাড়ি কিনলে সরকারের পক্ষ ক্রেতা একাধিক আর্থিক সুবিধা পেতে পারেন। এমনকি কর দেওয়ার ক্ষেত্রেও ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।

ইলেকট্রিক গাড়ি ব্যবহারের অসুবিধা

ইলেকট্রিক গাড়ি পরিচালনা করার খরচ অনেকক্ষেত্রে কম হলেও এই গাড়ি কেনার প্রাথমিক খরচ অনেকটাই বেশি। এর মূল কারণ হল ইলেকট্রিক গাড়ি ব্যাটারি চালিত এবং এইসব ব্যাটারির দাম অনেকটাই বেশি।

ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন এখনও সংখ্যায় অনেক কম। অর্থাৎ যে সংখ্যক ইলেকট্রিক গাড়ি রাস্তায় চলে, সেই অনুপাতে চার্জিং স্টেশন নেই। তাই গাড়ি চার্জ দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা। এমনি গাড়ির ক্ষেত্রে পেট্রোল পাম্প আছে সংখ্যায় অনেক বেশি। তাই সেক্ষেত্রে সমস্যা হবে না ইউজারদের। 

carইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে চার্জ হতেও বেশ অনেকক্ষণ সময় লাগে। তবে অন্যদিকে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির ক্ষেত্রে পাম্পে গেলে নিমেষেই পেট্রোল বা ডিজেল গাড়িতে ভরে নেওয়া যায়। অর্থাৎ বিষয়টি সময় সাপেক্ষ নয়।

বেশ কিছুদিন চালানোর পর ইলেকট্রিক গাড়ির পারফরম্যান্স খারাপ হতে পারে। এক্ষেত্রে বুঝতে হবে সমস্যা দেখা দিয়েছে গাড়ির ব্যাটারিতে। তখন ব্যাটারি পরিবর্তন করা প্রয়োজন। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি পরিবর্তন করা বেশ খরচসাপেক্ষ। 

এজেড