images

অটোমোবাইল

টায়ারে এসব লেখার অর্থ জানেন?

অটোমোবাইল ডেস্ক

২৬ মে ২০২৩, ০২:১৬ পিএম

মোটরসাইকেল, স্কুটারসহ যাবতীয় যন্ত্রযান টায়ারে ভর করে চলে। এই টায়ারের একটি মেয়াদ থাকে। এমনকি একটি টায়ার কত কেজি লোড নিতে পারবে তাও জানা যায়। প্রতিটি টায়ারের এ সম্পর্কিত তথ্য থাকে। যা অনেকেরই জানা নেই।  এমনকি সেই লেখার মানে জানেন না। এই সংখ্যা বুঝতে পারলে বহুদিন নিরাপদে মোটরবাইক চালাতে পারবেন। 

tyreটায়ারে লেখা থাকে ৩.০০। টায়ারটি কতটা চওড়া সেটা এই সংখ্যায় প্রকাশ করা হয়। রিমের ব্যাস ১৮ লেখা থাকে। M/C লেখা দেখা যায়। M/C লেখা থাকে বাইক বোঝাতে। অনেক সময় ৫২ লেখা থাকে। টায়ার কতটা ওজন নিতে পারবে, সেটা বোঝা যায়। 

৪০ লোড ইনডেক্স লেখা থাকলে, চাকাটি সর্বোচ্চ ১০০ কেজি ওজন নিতে পারবে। লোড ইনডেক্স ৫২ লেখা থাকলে, সর্বোচ্চ ২০০ কেজি ওজন নিতে পারবে।‘P’ লেখার মানে স্পিড সিম্বল। এই সিম্বল দেখলে বোঝা যাবে কত স্পিডে স্কুটার চালানো যাবে। 

এই নিয়মগুলো মেনে চললে টায়ার বিকল হবে না।

এজেড